ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে ১৬৯ জন জীবিত ব্যক্তির স্ট্যাটাস মৃত অবস্থায় রয়েছে। ফলে তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এমন তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত হয়েও মৃত স্ট্যাটাসে বরিশাল অঞ্চলে (ইসির প্রশাসনিক অঞ্চল) রয়েছেন ৮ জন ভোটার, চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ৩ জন, রাজশাহীতে ৪ জন, রংপুর অঞ্চলে ৬ জন ও সিলেট অঞ্চলে রয়েছেন ৩৬ জন।
এনআইডি সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মাঠ কর্মকর্তাদের এমন স্ট্যাটাস পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আর ঢাকায় প্রয়োজন নেই। এক্ষেত্রে মৃত স্ট্যাটাসের থাকা ব্যক্তিরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানালেই সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, ইসির নিজ উদ্যোগে স্ট্যাটাস পরিবর্তন করার সুযোগ নেই। এজন্য সশরীরে ভুক্তভোগীকে আসতে হবে। কেননা, ইসির সার্ভারে রক্ষিত আঙুলের ছাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ মিলতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
ইইউডি/এমজেএফ