ঢাকা: বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ২১ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখা থেকে এমন তথ্য জানা গেছে।
বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রমে এখন পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ৮৯ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন করেছেন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন। এর মধ্যে বাদ পড়া ভোটার ৪২ লাখ ৬৯ হাজার ৯৪২ জন। এ ছাড়া ২১ লাখ এক হাজার ২৮০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের মধ্যে ২৬ লাখ ১৯ হাজার ৩২৩ জন পুরুষ ও, ৩১ লাখ ৮৩ হাজার ২১০ জন নারী। আর হিজরা ভোটার আট হাজার ৫২৫ জন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ইইউডি/আরএইচ