ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের ক্ষমতার মধ্যে আছে এমন নির্বাচনী সংস্কার ইলেকশনের আগে করে ফেলবো। যেগুলো রাজনৈতিক বিষয় আছে সেগুলো ঐকমত্য কমিশন করবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

সিইসি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কী প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতির কথা বিস্তারিতভাবে জানিয়েছি। সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন মেজর কী কী বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তারা জানাতে বলেছেন। আমি বলেছি ইউএনডিপি আমাদের সহায়তা করছে, আপনারা এটা দেখেন। দেখার পরে যদি আপনারা কোনো এরিয়ায় ইনভলব হতে চান, ইনভলব হতে পারেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর হিসেবে দেখেছি। এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। কেনাকাটার জন্য টেন্ডারের কাজ চলমান রয়েছে। সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দুই মাসের সময় বাড়িয়েছি। আচরণবিধি সংশোধন করার চেষ্টা করছি। পর্যবেক্ষকদের নীতিমালা নিয়েও কাজ চলছে।  

নির্বাচনী সংস্কারের জন্য আপনারা কী ঐকমত্য কমিশনের মতামতের অপেক্ষা করবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, সেগুলো ইলেকশনের আগে করে ফেলবো। যেগুলো রাজনৈতিক বিষয় আছে, সেগুলো আমাদের হাতে নেই। সেগুলো ঐকমত্য কমিশন করবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।