ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, এপ্রিল ২৭, ২০২৫
ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট মোহাম্মদ ইশরাক হোসেন

ঢাকা: বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিজি প্রেসে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) রাতে প্রেসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।  

তিনি বলেন, গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসকে বলা হয়েছে। আদালতের আদেশে ও আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।