ঢাকা: সরকারকে রাজনৈতিক বিতর্ক এবং আর্থিক সংশ্লেষ নেই এমন নির্বাচনী সংস্কার সুপারিশ করছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সরকারের পক্ষ থেকে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চাইলে সংস্থাটি এমন সিদ্ধান্ত নেয় বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৩০ এপ্রিল) নির্বাচন ভবনে তিনি আরও বলেন, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছি। এটা এখন পাঠিয়ে দেবো। এখানে তিন ধরনের ক্যাটাগরি ছিল। যেটা আশু বাস্তবায়নযোগ্য কিন্তু রাজনৈতিক কোনো বিতর্ক নাই, সেগুলো আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। যেগুলো ঐক্যমত্যের বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করিনি। আবার যেগুলো আগে দিয়েছি সেগুলো বলেছি।
তিনি বলেন, কিছু আছে নির্বাচন কমিশন নিজেই বাস্তবায়ন করবে। বিধি সংশ্লিষ্ট যেগুলো, সেগুলো ইসি করতে পারবে। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।
ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, কেউ বলেছে ব্যালট পেপারে জলছাপের কথা। এর সঙ্গে আর্থিক সংশ্লেষ রয়েছে। তাই এটা আমরা আশু বাস্তবায়নযোগ্য মনে করি না। ১০ থেকে ১২টি সুপারিশ হবে।
যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন এবং আর্থিক সংশ্লেষ রয়েছে এই বিষয়গুলো বাদে অন্যগুলো নিয়ে সুপারিশ করেছেন বলে জানান তিনি।
ইইউড/এসআইএস