ঢাকা: যে-সব নাগরিকের একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে, তাদের প্রথমটিই কার্যকর থাকবে। অন্যগুলো বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ মে) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের ডাটাবেজে যাদের একাধিক এনআইডির তথ্য রয়েছে, তাদের প্রথম এনআইডি সচল রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হয়েছে।
হুমায়ুন কবীর বলেন, ৫৮৬ জন দুটি এনআইডি নিয়েছিলেন। তাদের প্রথমটিই সচল রাখা হয়েছে। পরেরটা বাতিল করে দেওয়া হয়েছে। প্রায় ১৩ কোটি ভোটারের সার্ভারে দ্বৈত ভোটার খুঁজে বের করা সহজ নয়। আমাদের দৃষ্টিগোচর হলে ব্যবস্থা নিচ্ছি। তবে কেউ খোঁজ দিলে সেটিও আমলে নিচ্ছি।
ইসির এনআইডি সার্ভারে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন নাগরিকের তথ্য রয়েছে। চলমান ভোটার তালিকা হালনাগাদ শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে। মূলত এনআইডিতে ভুল থাকার কারণে এবং অনেকেই অসৎ উদ্দেশে একাধিকবার ভোটার হন বা ভোটার হওয়ার চেষ্টা করেন, যদিও দ্বৈত ভোটার হওয়া আইনত অপরাধ।
ইইউডি/আরবি