ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ. লীগের স্থগিতাদেশ বাতিল না হলে নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মে ১৯, ২০২৫
আ. লীগের স্থগিতাদেশ বাতিল না হলে নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ বক্তব্য রাখছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। 

রাজশাহী: আওয়ামী লীগের ওপর স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে নির্বাচনে অংশ নেওয়া সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।  

সোমবার (১৯ মে) সকালে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এরপর তিনি রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে দিনব্যাপী এক কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক এ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা এবং ভোটার তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। আর নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না, সুযোগও নেই।

ইসি আব্দুর রহমানেল বলেন, আমরা হলাম নির্বাচন বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময়ই থাকে। নির্বাচন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কমিশন এই সংক্রান্ত সব ধরনের প্রস্তুতিই নিচ্ছে। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়েই নির্বাচন বাস্তবায়ন করতে পারবে।

এরপর আয়োজিত কর্মশালায় তিনি হালনাগাদ ভোটার তালিকা ও নির্বাচন সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এই কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং সিবিটিইপি প্রকল্পের উপ-প্রধান (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসান।

এ ছাড়া অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।