কোনো ব্যক্তি ভোটার তালিকায় যুক্ত হতে দুইবার সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করার পর দ্বিতীয় আবেদন বহাল রাখতে চাইলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের ফলে প্রথম আবেদনে যাদের অনিচ্ছাকৃত ভুল তথ্য রয়েছে তারা সুফল পাবেন।
রোববার (২০ জুলাই) মাঠ পর্যায়ে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান এতদসংক্রান্ত কমিটির সুপারিশ আবশ্যক। এ বিষয়ে মাঠ পর্যায়ে বিদ্যমান কমিটি থেকে সংশ্লিষ্ট ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার বিষয়ে সুপারিশ প্রণয়ন করে মহাপরিচালককে পাঠাতে হবে। এরপর কারিগরি অধিশাখার মতামত গ্রহণ করে নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদন নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
অন্যদিকে কোনো ব্যক্তির একাধিক এনআইডি থাকলে (‘ডিলিটেড’ বা সচল যে স্ট্যাটাসেই থাকুন না কেন), তার প্রথম এনআইডি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির কোনো সুপারিশ প্রয়োজন নেই। এক্ষেত্রে, শুধু এনআইডি নম্বর সম্বলিত তালিকা পাঠালেই হবে।
দ্বৈত এন্ট্রির ক্ষেত্রে দ্বিতীয় আবেদনটি বহাল রাখার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার পর্যায়ে কমিটিগুলো যাচাই বাছাই করে সুপারিশ দেবে।
ইইউডি/এমজেএফ