ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১১ দফা সুপারিশ নিয়ে আ'লীগ সংলাপে আসছে বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
১১ দফা সুপারিশ নিয়ে আ'লীগ সংলাপে আসছে বুধবার

ঢাকা: এগারো দফা সুপারিশ নিয়ে বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসবে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে বলে ইসিতে তালিকা পাঠিয়েছে ক্ষমতাসীন দলটি।

তালিকায় ওবায়দুল কাদের ছাড়াও রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম,  মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, সাবেক রাষ্ট্রদূত জমির, মো. রশিদুল আলম, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার।

তবে দলের নেতা সৈয়দ আশরাফুল ইসলামের নাম আগে ইসিতে পাঠানো হলেও তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র জানিয়েছে, নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ, আদম শুমারি না হওয়া পর্যন্ত সীমানা পুনর্নির্ধারণ না করারও সুপারিশও রয়েছে আওয়ামী লীগের আলোচ্য এজেন্ডায়।

বাংলাদেশ সময়:১৮০৩ ঘণ্টা, অক্টোবর, ২০১৭
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।