ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালিয়ার হামিদপুর ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কালিয়ার হামিদপুর ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পলি বেগম (নৌকা)  এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মোহাম্মদ (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ১১ হাজার ৪৭৯ জন। এর মধ্যে ৫ হাজার ৭৪৫ জন পুরুষ এবং ৫ হাজার ৭৩৪ জন নারী ভোটার রয়েছেন।

২৫ আগস্ট ভোরে হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্লা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।