ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কলাপাড়ায় নির্বাচনী এলাকা থেকে অস্ত্র-গুলিসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
কলাপাড়ায় নির্বাচনী এলাকা থেকে অস্ত্র-গুলিসহ আটক ১ প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নির্বাচনী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।

আটক গাজী রফিকুল ইসলাম কলাপাড়া পৌর শহরের আবাসিক হোটেল ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে ধানখালী কলেজ সংলগ্ন ফুলতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 এসময় তার কাছ থেকে একটি রাইফেল ও ৪৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিনি তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় অবস্থান করছিলেন।  

নির্বাচন চলাকালে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া বৈধ অস্ত্রও অবৈধ হয়ে যায়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে অস্ত্র বহন করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।