ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিসিসি নির্বাচন

মেয়র প্রার্থীসহ ১৬৪ জনের মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
মেয়র প্রার্থীসহ ১৬৪ জনের মনোনয়নপত্র জমা

গাজীপুর: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে বুধবার (১১ এপ্রিল) পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ১৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন উত্তোলন করেছেন ১৮ মেয়র প্রার্থীসহ মোট ৪৯৮ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মেয়র পদে জাসদ প্রার্থী রাশেদুল হাসান রানাসহ ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ১২১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ পর্যন্ত মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটাই দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। গাজীপুর সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৬৪ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং নারী ভোটার ৫ লাখ ৭২ হাজার ৪৬৩ জন। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ড ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল এবং ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।