ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিসিসি মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম‌কে সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
জিসিসি মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম‌কে সতর্কতা

গাজীপুর: ‌গাজীপুর সি‌টি করপো‌রেশন নির্বাচ‌নে আচরণ‌বি‌ধি লঙ্ঘনের অ‌ভি‌যো‌গে আওয়ামী লীগ ম‌নো‌নীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম‌কে প্রাথ‌মিকভা‌বে সর্তক ক‌রে‌ছেন নির্বাচ‌নের রিটার্নিং কর্মকর্তা মো. র‌কিব উ‌দ্দিন মন্ডল। 

বৃহস্প‌তিবার (১৯ এ‌প্রিল) সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলম‌কে মোবাই‌লে সর্তক ক‌রেন তিনি।  

‌রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ক কর্মকর্তা তা‌রেক আহ‌ম্মেদ বিষয়‌টি বাংলানিউজকে জানান।

‌তি‌নি ব‌লেন, বুধবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আচরণবি‌ধি লঙ্ঘন ক‌রে নির্বাচনী সভা করেছেন। প‌রে বিষয়‌টি রিটার্নিং কর্মকর্তার নজ‌রে আসে। বৃহস্প‌তিবার সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলমের মোবাই‌লে ফোন ক‌রে তা‌কে সর্তক ক‌রা হয়। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক (ডি‌সি) এবং পু‌লিশ সুপার‌কে (এস‌পি) এ ব্যাপা‌রে তদন্ত ক‌রে দ্রুত রিপোর্ট দি‌তে বলা হ‌য়ে‌ছে।  

‌তি‌নি আ‌রো জানান, বৃহস্প‌তিবার মো. জাহাঙ্গীর আলম এক‌টি এলাকায় নির্বাচনী সভা করার প্রস্তু‌তি নি‌লে তার ওই সভা পণ্ড করে দেওয়া হয়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এ‌প্রিল ১৯, ২০১৮
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।