বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।
এদিকে, ভোট চলাকালে বিকেল সাড়ে ৩টায় ক্ষিতীশ সরকার পরিচয় দিয়ে কাকাইলছেও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান রিয়াজ। এসময় তাকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আকুঞ্জী।
রিয়াজ একই এলাকার আহাদ মিয়ার ছেলে। তিনি আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিনজন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মিসবাহ উদ্দিন ভূঁইয়া, বিএনপির অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল এবং সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, শিবপাশা কাকাইলছেও।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা-৭৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৮৪ জন ও নারী ভোটার ৩৮ হাজার ৮৮৬ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৪টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৩৬টি, ভোটকক্ষ রয়েছে ২৩০টি।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসআই