ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালে স্ব স্ব কেন্দ্রে ভোট দিলেন মেয়র প্রার্থীরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
বরিশালে স্ব স্ব কেন্দ্রে ভোট দিলেন মেয়র প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সোমবার (৩০ জুলাই) সকাল থেকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ।

সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পরপরই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ সব মেয়র প্রার্থীই স্ব স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন।

 

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরওয়ার সকাল পৌনে ৯টার দিকে ভোট দেন নগরের ১ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়ক সংলগ্ন সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।  

তবে তিনি ভোট দিয়ে বের হতে গেলে নৌকার পক্ষের সমর্থকরা বিক্ষোভ করেন। তারা দাবি করেন, আওয়ামী লীগের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বিএনপি প্রার্থী। তবে সরওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠু ভোট কার্যক্রমে বিঘ্ন ঘটাতে চায় আওয়ামী লীগের সমর্থকরা।  

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত লাঙল প্রতীকের মেয়রপ্রার্থী ইকবাল হোসেন (তাপস) ভোট দিয়েছেন মুসলিম গোরস্তান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ সিনিয়র ও হাফেজি মাদরাসা কেন্দ্রে।

এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদের) মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীও সকাল ৮টার দিকে বগুড়া রোডের অক্সফোর্ড মিশন হাইস্কুলে ভোট দিয়েছেন।  

একই সময়ে হাতপাখার প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি ওবাইদুর রহমান (মাহবুব) ভোট দিয়েছেন আমনতগঞ্জের মাহমুদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  

সিপিবির কাস্তে প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কাউনিয়ার বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিয়েছেন।

এদিকে জাপার দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দেওয়া বশীর আহমেদ ঝুনু ভোট দিয়েছেন দক্ষিণ আলেকান্দার শহীদ আলতাফ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।