ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচনে বাসদ প্রার্থীর ভোট বর্জন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
বিসিসি নির্বাচনে বাসদ প্রার্থীর ভোট বর্জন সংবাদ সম্মেলনে বাসদের মেয়রপ্রার্থী ডা. মনীষা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বালাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়রপ্রার্থী ডা. মনীষা ভোট বর্জন করেছেন।

সোমবার (২৯) জুলাই বিকেল ৩টায় নগরের ফকিরবাড়ি রোডের বাসদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

বাসদ প্রার্থী বলেন, নির্বাচন শুরু হওয়ার পরপরই সবগুলো কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা এ বিষয়ে নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি। তারা আমাদের জানিয়েছেন, তাদের কিছু করার নেই। তাই আমরা ভোট বর্জন করেছি।

তিনি আরও বলেন, ব্যালটপেপার ছিনতাই ও নৌকা মার্কায় সিল মারার প্রতিবাদে মঙ্গলবার (৩১ জুলাই) সারাদেশে বাসদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন (তাপস) ভোট প্রত্যাখান করেছেন।

বাংলাদশে সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।