ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেবী নাজনীনের নগদ ৫ লাখ, ৩৫ লাখ টাকার অ্যাপার্টমেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
বেবী নাজনীনের নগদ ৫ লাখ, ৩৫ লাখ টাকার অ্যাপার্টমেন্ট কণ্ঠশিল্পী বেবী নাজনীন

নীলফামারী: আসন্ন জাতীয় নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী বেবী নাজনীনের কাছে বর্তমানে নগদ রয়েছে ৫ লাখ টাকা রয়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে তার ৫০ হাজার টাকা। রয়েছে ১ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ৪৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ৬৫ হাজার টাকার আসবাবপত্র এবং ৩৫ লাখ ৫ হাজার ৬০০ টাকার একটি অ্যাপার্টমেন্ট।

নির্বাচনী হলফনামায় এমনটিই উল্লেখ করেছেন বেবী নাজনীন। নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিনের কাছে এ হলফনামা জমা দিয়েছেন তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী তিনি।

হলফনামা অনুযায়ী, ঢাকার গুলশানে বসবাসকারী স্বশিক্ষিত বিএনপির এ প্রার্থীর বিরুদ্ধে নেই কোনো ফৌজদারি মামলা।

শিল্পী বেবী নাজনীনের পৈতৃক ভিটে সৈয়দপুরে। তিনি বেড়ে ওঠেন ঢাকায়। তার বাবা বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকার।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।