ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ফেনীতে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ফেনীতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, ছবি: বাংলানিউজ

ফেনী: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর তিনটি আসনে প্রধান দুই জোটসহ বিভিন্ন দলের ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বাংলানিউজকে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রতীকের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

প্রতীক প্রাপ্তির পর তারা নিজ নিজ দল ও প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।  

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ প্রার্থীর মধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মহাজোটের পক্ষে জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার (নৌকা), বিএনপির ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের নেতা শেখ আবদুল্লাহ (আপেল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট'র (বিএনএফ)’র শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), খেলাফত আন্দোলন আনোয়ার উল্লাহ ভূঁঞা (বটগাছ), জাতীয় ঐক্যফ্রন্টের এটিএম গোলাম মাওলা চৌধুরী (উদীয়মান সূর্য), ইসলামী ফ্রন্টের কাজী মাওলানা নুরুল আলম (মোমবাতি), মুসলিম লীগের তারেকুল ইসলাম (হারিকেন) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফেনী-২ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী (নৌকা), বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের নুরুল করিম বেলালী (হাতপাখা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জসিম উদ্দিন (কোদাল) ও জাকের পার্টির নজরুল ইসলাম (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মহাজোটের পক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বিএনপির দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার (আপেল) ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত (নোঙ্গর), বাসদের হারাধন চক্রবর্তী (মই), বিএনএফ শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক (হাতপাখা), ইসলামী ফ্রন্ট মো. মাঈন উদ্দিন (চেয়ার) ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের গোলাম হোসন (বাঘ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।