ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ মান্নানের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ মান্নানের সংবাদ সম্মেলনে মান্নান/ছবি: বাংলানিউজ

ঢাকা: দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলাসহ নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।

আব্দুল মান্নান বলেন, বর্তমানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে উপরে আল্লাহ নিচে গণমাধ্যম ছাড়া আমাদের দেখার কেউ নেই।

ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বারবার সরকারি বাহিনীর হামলার শিকার হয়েছি। এ নিয়ে পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ করেও কোনো সুষ্ঠু সমাধান পাইনি।

তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৭০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ করেন মান্নান। তিনি বলেন, এখন পর্যন্ত আমার নির্বাচনী এলাকা ঢাকা-১০ আসনে নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। তফসিল ঘোষণার পর সাত থেকে আটটি মামলাসহ মোট শতাধিক মিথ্যা ও গায়েবি মামলায় আমার নির্বাচনী এলাকার প্রতিদিনই বিএনপি জোটের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর অপেক্ষায় ছিলাম। যেহেতু চক্রান্তের মাধ্যমে তাদের নামে মাঠে নামানো পিছিয়ে দেওয়া হয়েছে সেহেতু আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের প্রচার-প্রচারণা তুমুলভাবে চালাবো।

মান্নান বলেন, আমার আইনজীবী অ্যাডভোকেট ইকবালকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে ধানমন্ডি থানায় নিয়ে গেলে আমি তার সঙ্গে দেখা করতে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করেও দেখা করতে পারিনি।

ঐক্যফ্রন্টের এই প্রার্থী আরও বলেন, আমার বাসভবনের চারপাশে সাদা পোশাকধারী পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যদের অবস্থান করা এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে আমার কর্মী-সমর্থকরা আমার সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে দেখা করতে আসতে পারছেন না। এসব নিয়ে নির্বাচন কমিশন উপস্থিত হয়ে সরাসরি অভিযোগ করলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।