ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘যারা মার খায় তারাই দোষী’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
‘যারা মার খায় তারাই দোষী’ ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান, ছবি: বাংলানিউজ

ঢাকা: এই সরকারের আমলে যারা মার খায়, তারাই দোষী হয়, আর যারা মারে, তারা দোষী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, এ সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম এ কথা বলেন।

বিভিন্ন স্থানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে- উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তারা নিজ দলের স্বার্থে কাজ করে। তারা গণতন্ত্রকে নির্দিষ্ট পথে চলতে দিচ্ছে না। সিইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরও তিনি ব্যবস্থা না নিয়ে হামলাকারীদের সাফাই গেয়েছেন। আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি, বতর্মান সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন।

সেনাবাহিনীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনারা জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল নির্বাচন  সুষ্ঠু করা হবে। কিন্ত তার কোনো নজির নেই। আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা আমরা প্রত্যক্ষ করেছি। ঝিনাইদহ-৩ আসনের প্রাথী ও তার স্ত্রীকে আটক করেছে ডিবি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে বাংলাদেশে কিছু নেই বলেও দাবি করেন তিনি।

এসম উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির ডা. মুস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।