ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শুরুতেই উৎসবের আমেজ ঢাকার ভোটে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
শুরুতেই উৎসবের আমেজ ঢাকার ভোটে  উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকার ভোট/ছবি: বাংলানিউজ

ঢাকা: উৎসবের আমেজে সারাদেশের মতো ঢাকায়ও ভোটগ্রহণ শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার (৩০ ডিসেম্বর) সকালে বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের উৎসবমুখর উপস্থিতি। সকাল ৮টার আগে থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটকেন্দ্রগুলোর সামনে লাইন ধরে অপেক্ষা করছিলেন।

সকাল ৭টায় ঢাকা-৪ আসনের শ্যামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় তুলনামূলক বয়স্ক মানুষ ভোট দিতে কেন্দ্রে এসেছেন। যদি ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়।

ঢাকা-৮ আসনের সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৭টার দিকে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইন ধরে নারী-পুরুষ ভোটাররা অপেক্ষা করছিলেন।

এদের একজন নুর আলম বলেন, সকালেই এসেছি। ভিড় ও ঝামেলা এড়াতে সকাল সকাল ভোট দিয়ে চলে যাবো।

প্রিজাইডিং অফিসার খান মো. হুমায়ুন কবির বলেন, সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে পুরুষ ও নারী মিলে মোট ভোটার তিন হাজার ৭৭০ জন।

এই কেন্দ্রের একটি বুথে গিয়ে দেখা যায়, তিনজন প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছেন।

নৌকা প্রার্থীর পোলিং এজেন্ট আতাউর রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, কোনো সমস্যা নেই।

একই বুথের বাসদের পোলিং এজেন্ট ইমাম হোসেনও একই কথা বলেন।

সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে সকালে ভোট দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ভোটার মোয়াজ্জেম হোসেন বলেন, ভালোভাবে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি।

এই আসনের মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও দেখা যায় নারী পুরুষের ভিড়।

পরে আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওলি উল্লাহ বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, উৎসবের আমেজে ভোটাররা ভোট দিচ্ছেন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘুরেও ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাদিকুল সাদিকুল আলম বলেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।