ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি আ’লীগ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী মুহিত ও সিলেট-১ আসনের প্রার্থী ড. মোমেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আওয়ামী লীগ ভোট ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি। ইতিহাসেও এমন নজির নেই। এবারের নির্বাচন ২০০৮ সালের মতোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে উত্তেজনা একরকম আছে, এটা তো থাকবেই। 

রোববার (৩০ ডিসেম্বর) সকালে নগরের দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

আবুল মাল আবদুল মুহিত বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা আশা করে অবশ্যই জয় লাভ করবে।

 

‘আমরা নিশ্চিতভাবে জয় লাভ করছি, অন্য আসনের কথা বলতে পারছি না। তবে সিলেট-১ আসনে কঠোর পথ পাড়ি দিতে হবে, মনে হয় না। ’ 

নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়ছে বলেও মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  
সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. একে আবদুল মোমেন বলেছেন, বেশ উৎসাহ নিয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে ভোট দিচ্ছেন তারা। অনেকটা ঈদের খুশির মতো। কোথাও কোনো ভয়ভীতি নেই।  

এ সময় অর্থমন্ত্রী এএমএ মুহিতের বোন শায়লা খাতুন, ড. মোমেনের স্ত্রী সেলিনা মোমেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।