ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁওয়ে ২টিতে আ’লীগ, একটিতে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ২টিতে আ’লীগ, একটিতে বিএনপি বিএনপি প্রার্থী জাহেদুর রহমান ও আওয়ামী লীগ প্রার্থী রমেশ চন্দ্র সেন। ছবি: ফাইল ফটো

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।

ঠাকুরগাঁও-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী রমেশ চন্দ্র সেন ২ লাখ ২৫ হাজার ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১০৭ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী দবিরুল ইসলাম ২ লাখ ২৩ হাজার ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের আব্দুল হাকিম ধানের শীষ মার্কায় ভোট পেয়েছেন ১৫ হাজার ৬৩৮ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির জাহেদুর রহমান ৮৮ ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোটরগাড়ি মার্কায় ভোট পেয়েছেন ৮৪ হাজার ৫৮০ ভোট।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসম্বের ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।