ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘ঢাকাকে সুন্দর-আধুনিক শহরে পরিণত করবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
‘ঢাকাকে সুন্দর-আধুনিক শহরে পরিণত করবো’ বক্তব্য রাখছেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আমি একা নই, আমরা সবাই মিলে এ শহরকে সুন্দর, সচল ও আধুনিক শহরে পরিণত করবো।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার উত্তরায় ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আতিকুল এ কথা বলেন।

তিনি বলেন, আমার ভাইয়ের (প্রয়াত মেয়র আনিসুল হক) স্বপ্নের ঢাকা গড়ে তুলতে হলে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন।

মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজপথে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘সবাই মিলে, সবার ঢাকা’ গড়ার জন্য নৌকায় ভোট চান।

তিনি বিভিন্ন নির্বাচনী মতবিনিময় সভা ও পথসভায় অংশগ্রহণ করেন। সভা শেষে উত্তরার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান সংসদ সদস্য মো. ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের উপস্থিতিতে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এছাড়াও উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শাকিলুজ্জামান বিপুলের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার অন্তর্ভুক্ত ৭ ও ৯ নম্বার সেক্টরে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

মেয়র প্রার্থী আতিকুল ইসলাম দিনভর নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।