ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা উপজেলা নির্বাচন

ঢাকা: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (০১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি জানানো হয়।



গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চতুর্থ ধাপের কোন উপজেলায় কে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, তা জানতে এখানে ক্লিক করুন

সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় নির্বাচনে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে।

এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।