ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জননিরাপত্তায় বিঘ্ন ঘটলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
জননিরাপত্তায় বিঘ্ন ঘটলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা  বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

নাটোর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের সব ভয় ভীতির ঊর্ধে থেকে গণতন্ত্র সমুন্নত রাখতে সহযোগিতা করতে হবে।

 

এসময় জননিরপত্তায় বিঘ্ন বা আইনের কোনো ব্যত্যয় ঘটলে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুসান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।