ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৫ দিনের জন্য বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
১৫ দিনের জন্য বৈধ অস্ত্র বহন-প্রদর্শন নিষিদ্ধ নির্বাচন ভবন/ফাইল ফটো

ঢাকা: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বস ধরনের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন ১৫ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি আদেশও জারি করেছে।

প্রথম ধাপে আগামী ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
 
আদেশে বলা হয়েছে- নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পূর্ববর্তী সাতদিন থেকে ভোটগ্রহণের পরবর্তী সাতদিন পর্যন্ত সব ধরনের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হলো।



এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে বলেন, প্রতিটি ধাপেই ১৫ দিনের জন্য এই আদেশ বলবৎ থাকবে। আর অবৈধ অস্ত্রও তো এমনিতেই নিষিদ্ধ। তাই সেটার উল্লেখ করার প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।