ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জে জাল ভোট দিতে এসে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
সিরাজগঞ্জে জাল ভোট দিতে এসে আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার সময় দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর পর বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের সালেহা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-পৌরসভার ধানবান্ধি মহল্লার ছানোয়ার হোসেন ছানার ছেলে সাকিব (১৬) ও তার সহযোগী একই এলাকার নাঈম (১৮)।

 

ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু সামা বাংলানিউজকে জানান, চান্দু মিয়া নামে এক বৃদ্ধের ভোট দিতে নাঈমকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে এসেছিল সাকিব নামে এক কিশোর। এ সময় মূল ভোটার চান্দুর ছবির সঙ্গে সাকিবের চেহারার মিল না পাওয়ায় তাকে ও সহযোগীকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।