রোববার (১০ মার্চ) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, জয়পুরহাট সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম সোলায়মান আলী।
পাঁচবিবি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল শহীদ মুন্না। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি নির্বাচিত হয়েছেন।
কালাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিনফুজুর রহমান মিলন নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থী তারেকুল ইসলাম মিলন মশাল প্রতীকে পেয়েছেন আট হাজার ৮৭২ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হেলাল মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ক্ষেতলাল উপজেলা নৌকার প্রার্থী মোস্তাকিম মন্ডল পেয়েছেন ৩২ হাজার ২০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৮৬৩ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নূরুন্নাহার গুন্না নির্বাচিত হয়েছেন।
আক্কেলপুর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম আকন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোকছেদ আলী মাস্টার নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৮৪২ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জিপি