সোমবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি আছকির খান মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আছকির খান বলেন, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) শাহজান খান কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
পুলিশের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। পুলিশ কারো পক্ষে নির্বাচনে কাজ করবে বা জাল ভোট দিতে সহায়তা করবে তা অসম্ভব।
রাজনগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌসী আক্তার জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি।
আটটি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৯৯। ৬৪ কেন্দ্রের মোট ৪১১ কক্ষে ভোট নেওয়া হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে চারজন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যন পদে পাঁচ প্রার্থী হলেন– উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আছকির খান (প্রতীক: নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই (প্রতীক: আনারস), সাবেক ছাত্রলীগ নেতা, শাহজাহান খান (প্রতীক: কাপ-পিরিচ), সাতির মিয়া (প্রতীক: দোয়াত কলম), অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী (প্রতীক: মটর সাইকেল)।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের প্রার্থীরা হলেন– বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, অনাদি রঞ্জন দাশ, সাইফুল আহমদ ছফু, শাহেদুজ্জামান আনসারী মনাই, লুৎফুর রহমান গেদু ও আলাল মোল্লা ওরফে আলাল মিয়া।
উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা পদের প্রার্থীরা হলেন– বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, মুক্তিরানী চক্রবর্তী, সুমাইয়া আক্তার সুমি ও হাসনা আক্তার।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআই