সোমবার (১৮ মার্চ) ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে স্ব-স্ব উপজেলা রিটানিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- ধামইরহাট উপজেলায় আওয়ামী লীগের আজাহার আলী, পত্নীতলায় আওয়ামী লীগের আব্দুল গোফফার চৌধুরী, বদলগাছীতে স্বতন্ত্র সামসুল আলম, মহাদেবপুরে আওয়ামী লীগের আহসান হাবীব, সাপাহারে স্বতন্ত্র শাহজাহান আলী, পোরশায় স্বতন্ত্র শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, নিয়ামতপুরে আওয়ামী লীগের ফরিদ আহমেদ, মান্দায় আওয়ামী লীগের সরদার জসিম উদ্দিন, রানীনগরে স্বতন্ত্র আনোয়ার হোসেন হেলাল ও আত্রাইয়ে আওয়ামী লীগের এবাদুর রহমান।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। অধিকাংশ কেন্দ্রেই লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোটাররা ভোট দেন।
বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরবি/