এর আগে কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠায় এ উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।
রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর অনিয়মের অভিযোগ উঠায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। কটিয়াদী উপজেলার মোট ৮৯টি কেন্দ্রের সব কার্যক্রম স্থগিত করে বন্ধ ঘোষণা করায় এখন আর ভোট নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে পরে দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (২৩ মার্চ) রাতে কটিয়াদী উপজেলার কয়েকটি কেন্দ্রে সিল মারা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
জিপি