ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফণীর কারণে কুতুবদিয়া উপজেলা নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, মে ২, ২০১৯
ফণীর কারণে কুতুবদিয়া উপজেলা নির্বাচন স্থগিত

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নির্বাচন।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বাংলানিউকে বলেন, ৫ মে ছয়টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ফণীর কারণে কুতুবদীয়া এবং আইন জটিলতার কারণে উল্লাপাড়ার নির্বাচন স্থগিত করা হয়েছে।


 
নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোট তফসিল অনুযায়ীই ৫মে অনুষ্ঠিত হবে।
 
এসব উপজেলা নির্বাচনে অনিয়মের বিচারকাজ সম্পন্ন করার জন্য ৪জন বিচারিক হাকিমও বৃহস্পতিবার (২ মে) নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০২, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।