মঙ্গলবার (২১ মে) স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।
এর মধ্যে বিজয়নগর উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমানসহ চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাস বকুল ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ জুন পঞ্চম ও শেষ ধাপে দেশের অন্যান্য উপজেলার মতো বিজয়নগর ও বাঞ্ছারামপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২১ মে, ২০১৯
জিপি