ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনে ক্ষতিগ্রস্তদের আড়াই কোটি টাকা সহায়তা দিলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ২৭, ২০১৯
নির্বাচনে ক্ষতিগ্রস্তদের আড়াই কোটি টাকা সহায়তা দিলো ইসি নির্বাচন কমিশন

ঢাকা: গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও চলমান উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্তদের ২ কোটি ৫২ লাখ সহায়তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 

সংস্থাটির বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব এনামুল হক বাংলানিউজকে জানান, উপজেলা নির্বাচনে মারা গেছেন ১৩ জন। যাদের পরিবারকে দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

আর আহত ৬৯ জনকে বিভিন্ন ধরনের সহায়তা হিসেবে মোট ৬৮ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।
 
গত ১০ মার্চ থেকে পঞ্চম উপজেলা নির্বাচন এখনো চলমান। আগামী ১৮ জুন শেষ ধাপ তথা পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
জাতীয় সংসদ নির্বাচনে নিহত সাতজনের পরিবারকে দেওয়া হয়েছে ৭০ লাখ টাকা। আর আহত ১৮ জনকে মোট ১৩ লাখ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
 
সংসদ নির্বাচনে ও উপজেলা নির্বাচনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে।
 
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে গত ১৮ মার্চ। রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ভোট শেষে সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা বার্স্টফায়ার করে। এতে প্রিজাইডিং অফিসারসহ নিহত হন সাতজন।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।