ঐক্য পরিষদে সভাপতি হিসেবে জীবন ইবনে মাসুম, সহ-সভাপতি আশরাফুল আলম, আবু সুফিয়ান, অরবিন্দ দাশ, মুনছুর আহমদ, মহাসচিব হিসেবে রকিব হোসেন, যুগ্ম-মহাসচিব হিসেবে মুহাম্মদ উসমান গণি (হিসাব), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমুখ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন, নির্বাচন কমিশন সচিবালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি, মাঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি, নির্বাচন কমিশন সচিবালয়, মাঠ পর্যায়ের গাড়ি চালক সমিতি, নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি, মাঠ পর্যায়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতি ও সম্মতিতে গঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
ইসির জনসংযোগ শাখার কর্মকর্তা ও সংগঠনের সহ-সভাপতি আশারাফুল আলম বলেন, ইসি কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করাসহ নানামুখী দায়িত্ব পালনের জন্য ২৯ মে এ কমিটি গঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ৩১, ২০১৯
ইইউডি/এএ