মঙ্গলবার (১৮ জুন) দুপুরে দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূর মাহমুদ জানান, দুপুরে হঠাৎ করে কয়েকজন যুবক বুথে হামলা চালায়। এ সময় তারা ইভিএমের সঙ্গে সংযুক্ত একটি মনিটর ভাঙচুর করে চারটি মনিটর লুটে নিয়ে যায়।
এদিকে, ঘটনার খবর পেয়ে ভোটকেন্দ্রে ছুটে আসেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বাংলানিউজকে বলেন, লুট হওয়া ইভিএমের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ভোটগ্রহণও চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
আরএ