ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙ্গাবালীতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
রাঙ্গাবালীতে স্বতন্ত্র প্রার্থীর জয় ডা. জহির উদ্দীন আহম্মেদ

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম প্রতীকের ডা. জহির উদ্দীন আহম্মেদ।

তার নিকটতম প্রতিদ্বন্দী অধ্যক্ষ দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৬৭ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফ বিন ইসলাম আনারস মার্কা নিয়ে পেয়েছেন ১১ হাজার ২৩৪ ভোট।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা।

এদিকে, ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ তালুকদার ও মহিলা ভাইস-চেয়ারম্যান মাতোয়ারা লিপি জয় পেয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টায় উপজেলার পাঁচ ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।