ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নবীনগর পৌরসভায় মেয়র পদে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
নবীনগর পৌরসভায় মেয়র পদে আ’লীগ প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিব শংকর দাস ৬৭২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির উদ্দিন সরকার পলাশ ‘কম্পিউটার’ প্রতীকে ৩৭৫৬ ভোট পেয়েছেন।  

সোমবার (১৪ অক্টোবর) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।



এ ছাড়া এই পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মাঈন উদ্দিন মাঈনু মোবাইল ফোন প্রতীকে ৪২২০ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন ২১৬৮ ভোট পেয়েছেন।
জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পৌরসভার ১২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও মহিলা কাউন্সিরলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।