ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাদলের আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বাদলের আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের চট্টগ্রাম-৮ শূন্য আসনে উপ-নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারির মধ্যে আসনটির ভোটগ্রহণ করবে সংস্থাটি।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে হওয়ার নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

এ পরিপ্রেক্ষিতে ভোট করতে হবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের জন্য প্রস্তাবনা তৈরি করার নির্দেশনা দিয়েছে কমিশন। এ অনুযায়ী, কাজ চলছে। শিগগির কমিশন বৈঠকে ভোটের সময়সূচি নির্ধারণ করবে।

মঈন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এ মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।