ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কটিয়াদীতে ইউপি উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
কটিয়াদীতে ইউপি উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত রুহুল আমিন রেনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম বায়তুল, আবু বাক্কার সিদ্দিক ও এখলাসুজ্জামান।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে এতথ্য জানান।  

আগামী ৫ ডিসেম্বর বাছাই, আপিল নিষ্পত্তি ৯-১১ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১২ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৩ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৯ আগস্ট মসূয়া ইউপির চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।