ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাপসের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ব্যাপক সাড়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
তাপসের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ব্যাপক সাড়া 

ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী শেখ ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর শ্যামপুরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিন ফজলে নূর তাপস ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এরপর পাইপ রাস্তা হয়ে ফরিদাবাদের হরিচরণ রায় রোড পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান। সারাদিন শ্যামপুরের বিভিন্ন ওয়ার্ডে তাপস প্রচারণা চালাবেন বলে জানা যায়।  

আওয়ামী লীগের এ মেয়রপ্রার্থীর প্রচারণায় বিপুল নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশনেন। এসময় প্রচণ্ড ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। হ্যান্ডমাইকে বারবার প্রার্থীর সামনে কাউকে ভিড় না করার অনুরোধ জানানো হয়।  

এর আগে দুপুর সাড়ে ১২টায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রচারণা শুরু করেন ফজলে নূর তাপস।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০২০
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।