ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেরাইদ মুসলিম হাই স্কুলের নির্বাচন স্থগিত করতে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
বেরাইদ মুসলিম হাই স্কুলের নির্বাচন স্থগিত করতে নির্দেশ

ঢাকা: রাজধানীর বাড্ডা ৪২ নং ওয়ার্ডের বেরাইদ মুসলিম হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম।

বুধবার (১৫ জানুয়ারি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসারকে এই নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, আগামী ১৭ জানুয়ারি বেরাইদ মুসলিম হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল।

সিটি নির্বাচন ঘনিয়ে আসায় এই নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি নির্বাচনের পর যেকোনো সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, সিটি নির্বাচনের আগে এ ধরনের নির্বাচনে যাতে এলাকায় কোনোরকম দলাদলি বা সংঘর্ষে রূপ না নেয় সেজন্যই স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।