ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিটি নির্বাচন নিয়ে বৈঠকে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
সিটি নির্বাচন নিয়ে বৈঠকে ঐক্যফ্রন্ট

ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় মতিঝিলে ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার চেম্বারে এ বৈঠক শুরু হয়েছে।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে বৈঠকের বিষয়ে জানিয়েছেন।

মিন্টু জানান, এরই মধ্যে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে। বর্তমানে নির্বাচনের প্রচারণায় হামলা ও পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন নেতারা।

বৈঠকে উপস্থিত আছেন, ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, ড. আবদুল মঈন খান, মাহামুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী, ড. রেজা কিবরিয়া, অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সা কা ম আনিছুর রহমান খান, অ্যাডভোকেট সানোয়ার হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, শহীদ  উল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, জাহাঙ্গীর আলম মিন্টু।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।