ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকার রাস্তায় চলছে তাপসের নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
ঢাকার রাস্তায় চলছে তাপসের নৌকা

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতীক নৌকা। তাপসের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণায় একটি সুসজ্জিত নৌকা সড়কে চলতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) লালবাগ থানারনার বিভিন্ন এলাকায় নৌকাটির দেখা মেলে।

কাঠের তৈরি নৌকাটি একটি পিকআপভ্যানের উপর স্থাপন করা হয়েছে।

শুধু নৌকাই নয়, মাঝিমাল্লাও দেখা যায় নৌকার উপরে। সেই সঙ্গে নৌকার সাউন্ড বক্সে বাজানো হচ্ছে তাপসের নির্বাচনী প্রচারণার গান। চকবাজার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে নৌকাটি বানানো হয়েছে।

কাঠের তৈরি নৌকাটি সড়কে চলার সময় জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকে নৌকার ছবি তুলতেও দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।