ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএনসিসির নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সেলের সভা রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ডিএনসিসির নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সেলের সভা রোববার

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা রোববার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার বিকেল তিনটায় আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের চতুর্থ তলায় এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ, ভোট গ্রহণকারী সব কর্মপরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সংশ্লিষ্ট সবাই অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।