ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছেলের জন্য ভোট চাইলেন তাবিথের মা নাসরিন আউয়াল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ছেলের জন্য ভোট চাইলেন তাবিথের মা নাসরিন আউয়াল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন তার মা নাসরিন আউয়াল।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ১৭ নম্বর ওয়ার্ডের খিলক্ষেত কুড়িল কাজীবাড়ী এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।

গণসংযোগের সময় নাসরিন আউয়াল ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

ভোটারদের কাছে ছেলে তাবিথ আউয়ালের জন্য ভোট চাইতে দেখা গেছে তাকে।

এসময় নাসরিন আউয়ালের সঙ্গে স্থানীয় মহিলা দলের নেত্রীরাও অংশ নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির হয়ে লড়ছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ও প্রার্থীদের সাক্ষাৎকার শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাবিথের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।