ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএনসিসির নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সেলের সভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ডিএনসিসির নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সেলের সভা শুরু

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা শুরু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের চতুর্থ তলায় এই সভা শুরু হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেমের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, মহানগর উত্তরের প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন এলাকায় আইন শৃঙ্খলা সংরক্ষণ কল্পে সব প্রয়োজনীয় পদক্ষেপ, ভোট গ্রহণকারী সব কর্মপরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।