ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৫ আসনের উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
৫ আসনের উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

ঢাকা: সদ্য শূন্য হওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপ-নির্বাচন নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বিষয়েও সিদ্ধান্ত হবে।

নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের ইসি সচিব মো. আলমগীর এসব কথা জানান।
 
তিনি বলেন, ‘গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ায় ভোটের আলোচনা হয়েছে।

প্রাথমিকভাবে এসএসসি পরীক্ষা কখন হবে, ইসলামী পর্ব যেগুলো রয়েছে, স্বাধীনতা দিবস, মুজিববর্ষ-এসব বিষয় মাথায় রেখে আলোচনা হয়েছে। তবে কখন হবে তা সিদ্ধান্ত হয়নি। আগামী ২৮ তারিখ (২৮ জানুয়ারি) কমিশন সভা হবে, সেখানে চেষ্টা থাকবে এগুলোর তারিখ চূড়ান্ত করার জন্য। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়েও সেদিন সিদ্ধান্ত হবে। ’
 
গাইবাবান্ধা-৩ আসনটি গত ২৭ ডিসেম্বর, ঢাকা-১০ আসনটি ২৯ ডিসেম্বর, ১০ জানুয়ারি বাগেরহাট-৪, ১৮ জানুয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ারর পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
 
সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিল, ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

ইসি সচিব বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ যেটা আছে সেটি ইংরেজিতে। এটিকে বাংলায় করা হয়েছে। নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্ব একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি এটা দেখে-শুনে চূড়ান্ত করেছে। কমিশন আজ (মঙ্গলবার) তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আমরা ইসি সচিবালয় থেকে এটিকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো  বাংলায় আইন করার জন্য। ’

ভোটার তালিকা প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘প্রতি বছরের জানুয়ারির ৩১ তারিখ ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার কাজের চাপ বেশি থাকায় এবং ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট থাকায় ভোটার তালিকা চূড়ান্ত করা যাচ্ছে না। এজন্য একটি আইন আমরা প্রস্তাব করেছি, যেটি এখন সংসদে আছে। বিষয়টি অগ্রগতি কতটুকু তারা তা জানতে চেয়েছেন। দুই-একদিনের মধ্যে এটি বিল আকারে সংসদে উপস্থাপিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইইউডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।