ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাবিথের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
তাবিথের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর হোসেন নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান।
 
তিনি বলেন, তাবিথ আউয়ালের ওপর হামলার পর তিনি তাৎক্ষণিক অভিযোগ করেছেন।

রিটার্নিং কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে রাজধানীর গাবতলী এলাকায় জনসংযোগ চালানোর সময় বিএনপির ওই মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ১৫ জন আহত হয়েছেন।
 
তাবিথ আউয়ালের ওপর এর আগেও হামলার ঘটনা ঘটে। রিটার্নিং কর্মকর্তা সেসব ঘটনা তদন্ত করার নির্দেশনাও দেন। তবে এ অভিযোগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদন্তে সতত্যা পাননি বলে প্রতিবেদন পাঠিয়েছেন।
 
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।